রাবির সমাজকর্ম বিভাগের নতুন সভাপতি রবিউল করিম

০২ অক্টোবর ২০২১, ০১:২৭ PM
অধ্যাপক ড. কে. এম. রবিউল করিম

অধ্যাপক ড. কে. এম. রবিউল করিম © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. কে. এম. রবিউল করিম। শুক্রবার (১ অক্টোবর) সদ্যবিদায়ী সভাপতি ড. এমাজ উদ্দিনের নিকট থেকে তিন বছরের জন্য এ দায়িত্ব নেন তিনি।

নতুন সভাপতি অধ্যাপক রবিউল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে ১৯৯১ সালে স্নাতক ও ১৯৯২ স্নাতকোত্তর করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথমস্থান অধিকার করেন। ১৯৯৭ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এরপর ১৯৯৮ সালে নিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়ে এবং ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান।

তিনি ২০০৫ সালে থাইল্যান্ডের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ের ওপর এমএসসি করেন। ২০১১ সালে হংকং বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও ২০১৮ সালে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে পাবলিক হেলথ সায়েন্স বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরে তিনি সুইডেনের লিনিয়াস বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল ফেলো রির্সাচার ও শিক্ষক হিসেবেও কাজ করেন।

উচ্চমানের গবেষণার জন্য তার রয়েছে বেশ কৃতিত্ব। বিশ্বখ্যাত বিভিন্ন জার্নালে তার বর্তমানে ৩৫টিরও বেশি গবেষণা নিবন্ধ রয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬
জমিজমা নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যুকে ‘জামায়াতের হামলায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬