মধ্যরাতে চবি ছাত্রলীগে সংঘর্ষ, আহত চার

৩০ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৩ PM

© ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন বিজয়ের গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে ঘটা এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

আহত ছাত্রলীগকর্মীরা হলেন- হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. জাহিদ, সংস্কৃত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. মুজাহিদ, রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাব্বির আহমেদ ও আরবি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাহিল কবির।

এর মধ্যে গুরুতর অবস্থায় জাহিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসি) পাঠানো হয়েছে।

বিবাদমান বিজয় গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। 

জানা যায়, বুধবার রাতে পুরোরো কিছু ইস্যু নিয়ে বিজয় গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে প্রথমে জাহিদুল ইসলামকে দেয়ালে ধাক্কা দেয় কয়েকজন। এরপর সংঘর্ষ শুরু হলে বাকিরা আহত হন। পরে রাত দেড়টার দিকে প্রক্টরিয়াল বডি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানতে চাইলে বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, জামায়াত নেতা জাকির হোসনের ছেলে মোজাহিদ দীর্ঘ দিন ধরে ছাত্রলীগে ঘাপটি মেরে ছিল। নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি করতে বিভিন্ন নেতাকর্মীদের নানান প্ররোচনা দিয়ে আসছিল। এছাড়াও ছাত্রলীগের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। আমরা সবাই মিলে মোজাহিদকে প্রতিহত করেছি।

 এ বিষয়ে মোজাহিদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

মারামারির বিষয়ে চবি প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, আলাওল হলের পাশে সংঘর্ষের খবর পেয়ে আমাদের সহকারী প্রক্টররা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬