আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী ক্যান্টনমেন্ট কলেজ

৩১ জানুয়ারি ২০২৬, ০২:১৭ PM
সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা

সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা © সংগৃহীত

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে থেকে আইবিএ ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কর্তৃপক্ষ। ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) অত্যন্ত আনন্দঘন পরিবেশে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা দেওয়া হয়।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ১২ জন ও বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ১১৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসপি, বিজিওএম, এনডিসি, পিএসসি উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জ্ঞাপন করেন এবং আগামীর দিনগুলোতে কঠোর পরিশ্রম করে প্রকৃত জ্ঞানার্জনের মধ্য দিয়ে মানবিক মানুষ হওয়ার আহ্বান জানান। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন মায়িশা ফাতিমা আহমেদ, শ্রাবন্তী জাহান বিন্তী ও হৃতম সরকার অয়ন। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে এই অজর্নের পেছনে কলেজের অধ্যক্ষ, সব শিক্ষক, তাদের পিতা-মাতা এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রকৃত জ্ঞানাজর্নের পর তারা দেশসেবায় নিযুক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬