রামপুরায় ভর্তিচ্ছু ছাত্রীদের থাকার ব্যবস্থা করছে ‘শিক্ষণ’

থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি
থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্রীদের জন্য রামপুরা জাতীয় মহিলা মাদ্রাসায় সাময়িকভাবে আবাসনের ব্যবস্থা করেছে শিক্ষণ নামের একটি সামাজিক সংগঠন। সংগঠনটির দাবি, থাকা-খাওয়ার জন্য কোন বিনিময় নেওয়া হবে না। অর্থাৎ বিনামূল্যেই থাকা-খাওয়ার ব্যবস্থা করবে সংগঠনটি। 

‘শিক্ষণের’ কেন্দ্রীয় আহ্বায়িকা আফরোজা জান্নাত দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান,  নারীদের জন্য একটি স্বতন্ত্র ও স্বকীয় সামাজিক সংগঠন গড়ে তোলার লক্ষ্যে "শিক্ষণ" নামে পথ চলা শুরু করি আমরা। ঢাবি, ইডেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ছনটেক মহিলা মাদ্রাসার আপুদের অংশগ্রহণে ম্যাসেঞ্জার গ্রুপ হিসেবে প্রাথমিক কার্যক্রম শুরু করে শিক্ষণ। সব শ্রেণীর নারীদের জন্য উন্মুক্ত প্লাটফর্ম হিসেবে কাজ করবে শিক্ষণ গ্রুপ। ভিন্ন ধর্মের নারীদেরকেও সামাজিক ফাংশনের মাধ্যমে এর সাথে যুক্ত করা হবে। সে ধারাবাহিকতায় আমরা ছাত্রীদের থাকার ব্যবস্থা করছি।’


সর্বশেষ সংবাদ