বন্ধ হলে ‘সিট দখল’ নিয়ে চবি ছাত্রলীগের মারামারি, আহত ২

২৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বন্ধ থাকা একটি আবাসিক হলে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে চবির সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষার্বষের শিক্ষার্থী সাব্বির ও সীমান্ত। তাদেরকে চবির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

করোনা ভাইরাস মহামারী শুরু হলে গত বছরের ১৮ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে সাধারণ শিক্ষার্থীরা চলে গেলেও চবির বেশকিছু হলে ছাত্রলীগের কর্মীরা অবস্থান করছে। এজন্য ক্যাম্পাস বন্ধ থাকলেও কক্ষ দখল নিয়ে তাদের মাঝে মারামারির এ ঘটনা ঘটল।  

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, চবির এ এফ রহমান হলের কক্ষ দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ ভিএক্স ও একাকার সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে সোহরাওয়ার্দী হলে একাকার গ্রুপের দুই সমর্থককে মারধর করে ভিএক্স গ্রুপের সমর্থকরা।

মারধরের বিষয়ে একাকার গ্রুপের নেতা সালেহ আকরাম বাপ্পি বলেন, গভীর রাতে ভিএক্স কর্মীদের অতর্কিত হামলায় আমাদের দুই কর্মী আহত হয়েছে। রোববার প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেওয়া হবে।

তবে বিষয়টি মীমাংসা হয়েছে জানিয়ে ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, কক্ষ দখল সংক্রান্ত কোনও ঝামেলা হয়নি। আমাদের প্রথম বর্ষের কিছু কর্মী রাতে সোহরাওয়ার্দী মোড়ে জড়ো হয়েছিল। পরে বাগবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি সিনিয়রা মীমাংসা করে দিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানান, রাতে শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে প্রক্টরিয়াল বডি বিষয়টি সমাধান করেছে। আহতদের একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

হল বন্ধ থাকলেও ছাত্রলীগ কর্মীরা কীভাবে অবস্থান করে জানতে চাইলে প্রক্টর বলেন, কোন শিক্ষার্থীরই এসময়ে হলে থাকার সুযোগ নেই। আমরা বিভিন্ন সময় হলে তল্লাশি চালিয়ে তাদের বের করে দেই। সামনেও করা হবে।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬