হল খোলার দাবিতে জাহাঙ্গীরনগরে মশাল মিছিলের ডাক
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ০৭:২১ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১, ০৭:২১ PM
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্পাস ও হল খোলার দাবিতে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মশাল মিছিলের ডাক দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, একদিকে প্রশাসন বলছে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রস্তুতি জোরতালে চলছে, অন্যদিকে হল খোলার তারিখ ঘোষণা করতে টাল-বাহানা করছে। আমরা এই প্রশাসনকে দেখেছি নিজেদের স্বার্থে সিন্ডিকেট ডেকে ২ ঘন্টার মধ্যে হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত গ্রহণ করতে। এখন অনেক বিশ্ববিদ্যালয় যখন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে তখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভা নিয়ে গড়িমসি করছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দর্শন বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিহান।
এসময় রিহান বলেন, ‘উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেছেন ১৫ অক্টোবরের পর যেকোন দিন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হতে পারে। আমরা তাঁর এই বক্তব্য প্রত্যাখ্যান করছি। বিশ্ববিদ্যালয় সচল করবার প্রস্তুতি যদি এতই জোরালো হয়ে থাকে, তাহলে হল খুলতে কেন আরো এক মাসেরও বেশি সময় লাগবে? শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নেমে আসার পরও কেনো বিশ্ববিদ্যালয় আরো ১ মাস বন্ধ রাখতে হবে? দীর্ঘ ১৮ মাস ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দুঃখ-দুর্দশা লাঘবের লক্ষ্য থাকলে কোন শিক্ষক শিক্ষার্থীদের জীবন থেকে এক মাস তো দূরের কথা এক দিনও অপচয় করতে চাইবেন না।'
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সচল করবার অনুকুল পরিবেশ তৈরি হবার পরেও আরো এক মাস কালক্ষেপনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের উপর মরার উপর খড়ার ঘায়ের ন্যায়। শিক্ষার্থীরা এই অন্যায় সিদ্ধান্ত মানবে না। আমরা চাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দেওয়া হোক, আমরা ক্লাসে ফিরতে চাই, আমরা নিয়মিত শিক্ষা কার্যক্রমে ফিরতে চাই। কারো স্বার্থে, কোনো হীন উদ্দেশ্যে আমাদের প্রাণের ক্যাম্পাস আরো এক মাস বন্ধ থাকুক, সেটা আমরা চাই না। এত এত শিক্ষার্থীর শিক্ষা জীবন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের টাল-বাহানা দূর করতে আমরা বদ্ধ পরিকর।
সংবাদ সম্মেলন শেষে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল খোলার দাবিতে কর্মসূচি ঘোষণা করেন রিহান।
তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে শহীদ মিনার থেকে মশাল মিছিল শুরু করবে বিক্ষুব্ধ ছাত্ররা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাবি সংসদ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিবুল রনি ও বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহবায়ক শোভন রহমান ও সাধারণ সম্পাদক আবু সাইদ সহ প্রমুখ ছাত্রনেতারা।