ঘরবন্দী থাকায় শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত ছিল: ঢাবি ভিসি

১২ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৫ PM
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিদর্শনে ঢাবি উপাচার্য

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিদর্শনে ঢাবি উপাচার্য © টিডিসি ফটো

করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। স্কুল-কলেজ খোলার দিন রবিবার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিদর্শন যাওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ কথা বলেন।

ঢাবি ভিসি বলেন, শিক্ষার্থীরা স্কুলে ফিরতে পেরে আনন্দ অনুভব করছে। দীর্ঘদিন ঘরবন্দী থাকার ফলে তাদের মধ্যে যে হতাশা ছিল; স্কুলে ফেরার মধ্যদিয়ে সেটিও কেটে গেছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা এখন থেকে নিয়মিত ক্লাস করতে চায়।

এর আগে, সকালে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিদর্শনে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. আবদুল হালিমসহ শিক্ষক-কর্মকার্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আমরা তাদের স্বাস্থ্যবিধির বিষয়ে নির্দেশনা দিয়েছি। এখানে শিক্ষক-শিক্ষার্থী সবাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই ক্লাসে এসেছে। আমরা অভিভাবকদের সঙ্গেও কথা বলেছি। সন্তানদের স্বাস্থ্যবিধির বিষয়ে তাদের নজর রাখতে বলেছি।

মহামারীর অস্বাভাবিকতা পেছনে ফেলে ৫৪৩ দিন পর আজ রবিবার থেকে দেশের সব স্কুল-কলেজ খুলেছে। দেশে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি ‘অনুকূলে’ না আসায় দফায় দফায় ছুটি বাড়িয়ে আসছিল সরকার।

ক্রেডিট অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন শেষ ১২ জানু…
  • ০২ জানুয়ারি ২০২৬
আওয়ামী লীগ-ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
  • ০২ জানুয়ারি ২০২৬
মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবীকে হত্যার অভিযোগ; জড়িতদের …
  • ০২ জানুয়ারি ২০২৬
রংপুরকে হারিয়ে দলজুড়ে বোনাস ঘোষণা রাজশাহীর
  • ০২ জানুয়ারি ২০২৬
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসন…
  • ০২ জানুয়ারি ২০২৬
এনইআইআর চালুর পর চাঞ্চল্য: অজান্তেই এনআইডি দিয়ে ডজন ডজন মোব…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!