প্রথম ১০ দিন হলে রেখে অনলাইনে ক্লাসে করাতে চান জাবি প্রক্টর
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৮ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৬ PM
বিশ্ববিদ্যালয় খোলার পর শিক্ষার্থীদের হলে নিয়ে এসে প্রথম ১০ দিন অনলাইনে ক্লাস করার পরামর্শ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান। বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ পরামর্শ দেন।
জাবি প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় খোলার আগে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। প্রাথমিকভাবে শিক্ষার্থীদের হলে নিয়ে আসতে আমরা তাদের ভ্যাকসিনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। হল খোলার আগে আমরা সব শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে চাই। এ বিষয়ে আমরা কাজ করছি। আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের টিকার তালিকাটা হাতে পাবো।
দীর্ঘ বিরতির পর বিশ্ববিদ্যালয় খোলাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন জাবি প্রক্টর। তিনি বলেন, আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছি। দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের কিছু সঙ্কট তো আছেই। অন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের চ্যালেঞ্জটা একটু বেশি।
জাবিতেও গণরুম রয়েছে। প্রক্টর বলেন, কোন হলে যাতে করে গণরুম না থাকে সেজন্য আমাদের মনোযোগী হতে হচ্ছে। আমাদের নতুন ছয়টি হলের নির্মাণ কাজ চলছে। যত দ্রুত হলগুলোর নির্মাণ কাজ শেষ করতে পারি সেজন্য কাজ করছি। আশা করছি এ বছরের মধ্যেই হলগুলোর নির্মাণ কাজ শেষ হবে।
বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতির কথা জানিয়ে প্রক্টর বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে বিশ্ববিদ্যালয় খোলার পরে প্রথম ১০ দিন আগের মতোই অনলাইনে ক্লাস করতে বলবো। এর জন্য শিক্ষার্থীদের হলে উঠাতে আমরা ইতিমধ্যে হলগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি। কমন স্পেসগুলো ভাইরাসমুক্ত করার কাজ করছি।
আ স ম ফিরোজ আরও বলেন, কমন স্পেসগুলোতে আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলমান রয়েছে। ডাইনিং, কমনরুম, টিভিরুম, স্পোর্টসরুমের ভাইরাসমুক্ত করার কাজ চলছে। ক্লাসরুমের যে টেবিল-চেয়ারগুলো আছে সেগুলোর রং করা, ক্লাসরুমে রং করা এগুলোর কার্যক্রমও আমাদের চলছে।