জাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক ওয়েবিনার

ওয়েবিনারে অতিথিবৃন্দ
ওয়েবিনারে অতিথিবৃন্দ  © সংগৃহিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক ওয়েবিনার “বিশ্ববিদ্যালয়ে মনের যত্ন” অনুষ্ঠিত হয়েছে। মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সংগঠন “গ্রে ইনিশিয়েটিভ” এর এক বছর পূর্তিতে বুধবার এ ওয়েবিনারের আয়োজন করা হয় ।

বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ও সংগঠনটির উপদেষ্টা আফসানা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক রওশন আরা আকতার আখি, সাংবাদিতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক সালমা সাবিহা। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, বর্তমান শিক্ষা ব্যবস্থায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করনে শিক্ষকদের ভূমিকা নিয়ে তারা আলোচনা করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের সহকারী পরিচালক ইফরাত জাহান ও শুভাশীষ কুমার চ্যাটার্জি এ ওয়েবিনারে উপস্থিত ছিলেন। তারা পরামর্শদান কেন্দ্রের বর্তমান কার্যক্রম তুলে ধরেন ও ভবিষ্যতে তাদের কার্যক্রমের অনুঘটক হিসেবে গ্রে ইনিশিয়েটিভের ভবিষ্যৎ সম্পৃক্ততার আশা ব্যক্ত করেন।

এছাড়া নৃবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মাহির প্রান্ত এবং সাংবাদিতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মুশফিকা সুলতানা শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনা করেন

ওয়েবিনারে গ্রে ইনিশিয়েটিভের কার্যক্রম এবং এক বছরের পথ চলা নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়াও, করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের মানসিক অবস্থা নিয়ে একটি জরিপের ফলাফলও প্রকাশ করা হয়।

অধ্যাপক আকতার মাহমুদ বলেন, করোনাকালীন এই অস্থির সময়েও গ্রে ইনিশিয়েটিভ যেভাবে কাজ করে যাচ্ছে, তা প্রশংসনীয়।

সমাপনী বক্তব্যে গ্রে ইনিশিয়েটিভের সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী আব্দুল্লাহ ইউসুফ শিশির ভবিষ্যতে সংগঠন এর পরিকল্পনায় থাকা কার্যক্রম যেমন- সচেতনতামূলক ভিডিও ক্যাম্পেইন, সায়েন্টিফিক রিসার্চ, ফোকাস গ্রুপের কথা উল্লেখ করে বলেন যে ভবিষ্যতে গ্রে ইনিশিয়েটভ মানসিক সুস্বাস্থ্য নিশ্চিতে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংঠনের সাধারন সম্পাদক গোলাম ইশতিয়াক অয়ন ও প্রচার সম্পাদক কাজী তাজনেহেল অহনা।

উল্লেখ্য, গত বছর ১লা সেপ্টেম্বর জাবির কিছু তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সংগঠন 'গ্রে ইনিশিয়েটিভ'।


সর্বশেষ সংবাদ