ডেঙ্গুতে প্রাণ গেল জাবির সাবেক ছাত্রীর, রেখে গেলেন দুধের শিশু
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ০৩:০৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২১, ০৩:০৩ PM
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাবাসসুম শাহীরাহ্ আকলিমা নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার বাবুল মিয়া। তিনি বলেন, “উনি (আকলিমা) গতকাল (বুধবার) রাত ৮টার দিকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তখন তার প্লাটিলেট সংখ্যা ছিল ৪৫ হাজার। পরবর্তীতে অবস্থা আরো খারাপ হলে রাত ১২টার দিকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। পরে সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়।’’
তাবাসসুম শাহীরাহ আকলিমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪২তম ব্যাচের (২০১২-১৩ সেশন) শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লার বাটাকান্দি গ্রামে। একই বিভাগের শিক্ষার্থী মেফতাহুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তারা সাভারের আনন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
১-২ মাস বয়সী একটি শিশু সন্তান রেখেই না ফেরার দেশে চলে গেছেন আকলিমা। তাঁর স্বামী মেফতাহুল ইসলামও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, দেশে গত ২৪ ঘন্টায় প্রায় ৩০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যার ২৭৩ জনই ঢাকার মধ্যে। আগস্ট মাসে ১৮ জন ডেঙ্গু রোগী মৃত্যুবরণ করেছেন ও হাসপাতালগুলোতে খুব দ্রুতই বাড়ছে রোগীর সংখ্যা।