দ্বিতীয় দিনের মতো গাছতলায় ক্লাস নিলেন রাবি শিক্ষক

গাছতলায় ক্লাস
গাছতলায় ক্লাস  © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসের গাছতলায় ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১১টায় পূর্বঘোষিত কর্মসূচি আওতায় এ প্রতীকী তিনি।

এই ক্লাসে পূর্ব দিনের মতোই দেশের গতানুগতিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে উৎসাহ দেন আব্দুল্লাহ আল মামুন।

এসময় সেখানে পদার্থ বিজ্ঞানের অধ্যাপক সালেহ হাসান নকীব, ফোকলোর বিভাগের অধ্যাপক আমিরুল ইসলাম কনক এবং নাট্যকলার ড. সুস্মিন আফসানাসহ প্রায় ১৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে, গত শুক্রবার করোনায় চলমান শিক্ষাব্যবস্থার সমালোচনা করে সশরীরে ক্যাম্পাসের গাছতলায় শিক্ষার্থীদের নিয়ে ক্লাস করার ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট করেন বিশ্ববিদ্যালয় কয়েকজন শিক্ষক। সেই ধারাবাহিকতায় গতকাল সোমবার ক্যাম্পাসের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের নিয়ে সশরীরে ক্লাসের আয়োজন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।


সর্বশেষ সংবাদ