জাবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ০৫:৩১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২১, ০৫:৫২ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ট্রেজারার হিসেবে নিযোগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতার। মঙ্গলবার (১০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতারকে ট্রেজারার পদে নিয়োগ করা হলো।
ট্রেজারার হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে।
এই প্রজ্ঞাপন জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘আমি সৎ ও নিষ্ঠার সাথে সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ।’
রাশেদা আখতার বর্তমানে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন ও যৌন নিপীড়ন বিরোধী সেলের (অভিযোগ কমিটি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হকের মেয়াদ শেষ হয়। ৯ জুলাই তিনি উপ-উপাচার্যের দায়িত্ব নেন।