করোনা উপসর্গ নিয়ে চবি ছাত্রীর মৃত্যু

তানজিদা মোরশেদ ও চবি লোগো
তানজিদা মোরশেদ ও চবি লোগো  © ফাইল ফটো

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই ছাত্রীর নাম তানজিদা মোরশেদ। তিনি চবির ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। বর্তমানে তানজিদা মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।

তানজিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী মো. শওকত আলী। তিনি জানান, ঈদের দুই/একদিন আগে থেকেই তানজিদার জ্বর ও কাশি ছিল। গত সোমবার তা বেড়ে যাওয়ায় বুধবার তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

জানা গেছে, তানজিদার গ্রামের বাড়ি রাজশাহীতে। তবে পরিবার নিয়ে তিনি চট্টগ্রাম হালিশহরে বসবাস করতেন। পড়ালেখার পাশাপাশি তানজিদা একটি স্কুলে শিক্ষকতাও করতেন। সম্প্রতি তার বাবা মারা গেছেন।


সর্বশেষ সংবাদ