করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে রাবি’র ভর্তি পরীক্ষা
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ১০:৩০ AM , আপডেট: ০৯ জুলাই ২০২১, ১০:৩০ AM
দেশে করোনা প্রাদুর্ভাব ও চলমান লকডাউনে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি যেমন লাগামহীন ভাবে বেড়েই চলেছে। তেমনি বিশ্বিবদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়েও প্রতিনিয়ত তৈরি হচ্ছে নানা সংশয়। ফলে কয়েক দফা ভর্তি পরীক্ষার তারিখ পেছাতে বাঁধ্য হয়েছে দেশের একাধিক বিশ্ববিদ্যালয়।
এমতাবস্থায় দেশের অন্যতম বৃহৎ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা নিয়েও তৈরি হয়েছে নানান সংশয়। প্রতিনিয়ত শিক্ষার্থীদের মাঝে বাড়ছে উদ্বেগ।
রাজশাহী অঞ্চলের করোনা প্রকোপ ও দেশের চলমান পরিস্থিতির মাঝে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত সে বিষয়ে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি সেন্টারের পরিচালক ড. বাবুল ইসলাম।
ড. বাবুল ইসলাম জানান, ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষার বিষয়ে প্রথমে একটা তারিখ নির্ধারণ করা হলেও করোনার বিরূপ প্রভাব ও তৎসংশ্লিষ্ট কারণে পরে তারিখ পিছিয়ে আগস্ট মাসে নেয়ার ঘোষনা দেয়া প্রশাসন। এখন পর্যন্ত সেই সিদ্ধান্তই বহাল রয়েছে।
নির্ধারিত সময়ে পরীক্ষা হওয়া না হওয়ার বিষয়ে পরিচালক জানান, দেশের করোনা পরিস্থিতি বিশেষ করে রাজশাহী অঞ্চলের অবস্থা খুবই করুণ। এমতাবস্থায় সার্বিক দিক বিবেচনা করে নির্ধারিত সময়ে পরীক্ষা নেয়া কতটা সম্ভবপর হবে, তা এ মুহূর্তে বলা মুশকিল। সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করছে। যেহেতু এখন একমাসের বেশি সময় রয়েছে, সেহেতু সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে এ বিষয়ে প্রশাসন পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
এরআগে, ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়ে ১৬-১৮ আগস্ট নেয়ার সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। যা প্রথমে ১৪-১৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, ২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মোট তিন (এ, বি, সি) ইউনিটের চূড়ান্ত আবেদনে মনোনীত হয়েছেন ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী। যাদের বহুনির্বাচনি প্রশ্নোত্তরের মাধ্যমে মূল্যায়নের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।