শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পাঁচ ধরনের তথ্য পাঠানোর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে জরুরি ভিত্তিতে এ তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনার চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।
নির্দেশনার তথ্য অনুযায়ী, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নাম, নিবন্ধন নম্বর, নিয়োগের জন্য সুপারিশকৃত প্রতিষ্ঠানের নাম, যোগদানের তারিখ, এমপিওভুক্ত না হওয়ার কারণ— এই পাঁচ তথ্য পাঠাতে হবে। এসব তথ্যের পর মন্তব্য লিখতে হবে।
জানা গেছে, গত ৭ জানুয়ারির মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত হতে না পারা শিক্ষকদের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের আলোকে মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ হাজার ৬২৭ জন শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। সুপারিশপ্রাপ্তদের মধ্যে কতজন যোগদান করেছেন, কতজনের যোগদান পরবর্তী পদায়ন করা সম্ভব হয়নি। পদায়নে কোনো সমস্যা রয়েছে কি না, যোগদানকৃতদের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের সংখ্যা কত, এমপিওভুক্ত হয়নি এমন শিক্ষক কারা ইত্যাদি তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো প্রয়োজন।
এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য ৭ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে উল্লিখিত ছক অনুসারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে ২০২৫ খ্রিষ্টাব্দে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকের তথ্য আগামী ৭ দিনের মধ্যে জরুরিভিত্তিতে পাঠানোর জন্য নির্দেশ দেয়া হলো।