রিট খারিজ, কাল ৫০তম বিসিএস পরীক্ষা হতে বাধা নেই

২৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪২ PM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। এতে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) এই পরীক্ষা হতে আর কোনো বাধা নেই।।বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন রিটকারী শিক্ষার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল।  

তিনি বলেন, পিএসসির স্মারক নম্বর বিহীন ভুয়া চিঠিতে রিট আটকে গেছে। গত ২০ জানুয়ারি পিএসসির চেয়ারম্যান কে দেওয়া স্মারকলিপির কোন জবাব আমাদের কাছে আসেনি। অথচ পিএসসি চেয়ারম্যান ২২ জানুয়ারি স্মারকলিপির জবাব দিয়েছেন মর্মে একটি চিঠি আদালতে উপস্থাপন করা হয়েছে। কিন্তু সেই চিঠির কোনো স্মারক নাম্বার বা মেমো নম্বর নেই। এমনকি এই ধরনের কোনো চিঠি আমি পাইনি। 

এর আগে, গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন চার শিক্ষার্থী। জনপ্রশাসন সচিব, পিএসসির চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়েছে রিটে।

রিটের প্রার্থনায় দেখা যায়, ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য ২০ জানুয়ারি রিপ্রেজেন্টেশন (স্মারকলিপি) নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।

রুল হলে তা নিষ্পত্তির জন্য থাকা অবস্থায় গত ২৬ নভেম্বর যে সার্কুলার দিয়ে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে, তা স্থগিত চাওয়া হয়েছে।পাশাপাশি ৩০ জানুয়ারির ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্ধারণে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

মুক্তি পেয়ে জেলারের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষের অভিযোগ তুললেন…
  • ২৯ জানুয়ারি ২০২৬
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পদ্মা নদী খনন ও পদ্মা ব্যারা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্কুলছাত্রকে হত্যা, ছাত্রদল কর্মীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আলোচনা চলছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
বয়কট গুঞ্জনের মাঝেই বিশ্বকাপ ইস্যুতে নতুন সিদ্ধান্ত পাকিস্ত…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ৩ নেতা বহিষ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬