রাবি উপাচার্যসহ পাঁচ কর্মকর্তাকে আইনি নোটিশ

০৪ এপ্রিল ২০২১, ০৯:৩২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ প্রশাসনের পাঁচ কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার (৪ এপ্রিল) শিক্ষার্থীদের পক্ষে রাজশাহী জজ কোর্টের আইনজীবী নূর-এ-কামরুজ্জামান এ নোটিশ প্রেরণ করেন। 

ফল বিপর্যয়ের অভিযোগে এ নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে মামলা দায়েরের কথাও উল্লেখ করা হয়েছে নোটিশে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান আইনি নোটিশটি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম ও বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে পাঠিয়েছেন শিক্ষার্থীরা।

নোটিশে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফল বিপর্যয়ের জন্য বিভাগের ও পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের নৈতিক স্খলন দায়ী। শিক্ষার্থীরা দুইজন উপ-উপাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক, ছাত্র-উপদেষ্টার কাছে এর আগে আবেদন করলেও তারা কোনো পদক্ষেপ নেননি।

নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে পুনরায় ফলাফল প্রকাশ করার দাবি জানানো হয়েছে। এছাড়া দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতেও বলা হয়েছে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ পর্যন্ত নোটিশ পাইনি।’

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬