তিন বিষয় পর্যন্ত প্রমোশনের সুযোগ নেই: অধ্যাপক মাকসুদ কামাল

২৪ জানুয়ারি ২০২১, ১০:৫৭ PM

© ফাইল ফটো

তিন বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীদের পরের শিক্ষাবর্ষে প্রমোশনের সুযোগ নেই বলে জানিয়েছেন সাত কলেজের নতুন প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এস এস মাকসুদ কামাল। তিন বিষয়ে প্রমোশনের দাবিতে কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে আজ রবিবার রাতে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় আগেই দুই বিষয় পর্যন্ত প্রমোশনের সিদ্ধান্ত রাখা হয়েছে। নতুন করে তিন বিষয়ে পর্যন্ত প্রমোশন দেয়ার সুযোগ নেই। তিন বিষয় পর্যন্ত ফেল করা একটা শিক্ষার্থীকে পরের বর্ষে প্রমোশন দিলে সে শিক্ষার্থী পরের বর্ষে কি পড়াশোনা করবে? এটা একটা সমাধান ইস্যু। শিক্ষার্থীদের উচিৎ সঙ্কট নিয়ে কথা বলা।

তিনি বলেন, এখন হচ্ছে প্রতিযোগিতার বাজার। এ বাজারে টিকে থাকতে হলে তাকে অবশ্যই পড়ালেখা করতে হবে। পড়াশোনা ছাড়া যেমন চাকরি মিলবে না তেমনি পাস করাও সম্ভব হবে না। মূলত সাত কলেজের শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কলেজগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করেছেন।

সাত কলেজের শিক্ষার মান উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, আমরা চাই সাত কলেজ শিক্ষার্থীরাও বাকি অন্য আট-দশটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত উপযুক্তভাবে নিজেদের তৈরি করুক। সেজন্য তারা তাদের যেসব সীমাবদ্ধতার কথা আছে সেগুলো আমাদের জানাবে। আমরা আলোচনার মাধ্যমে সব সমাধানের চেষ্টা করবো। তবে তাদেরকে পড়াশোনা করতে হবে।

এর আগে এদিন সকাল ১১টা থেকে কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের অবরোধ করে অণশন শুরু করেন অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সাত কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদেকে আন্দোলনস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ককে সব পদ থেকে বহিষ্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
১৩ কেন্দ্রে জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ৯, চলছে আবেদন
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতার নারী হেনস্তার ভিডিও ভাইরাল, প্রতিবাদ জামায়াত …
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতাকে হত্যা ও নির্বাচনী প্রচারণায় নারীকে হেনস্তার …
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ১৫, আবেদন শেষ আগামী…
  • ৩০ জানুয়ারি ২০২৬