সাত কলেজ অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসছে ঢাবি

লোগো
লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে সভা আহবান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।

সভায় সভাপতিত্ব করবেন সাত কলেজের নতুন প্রধান সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এস মাকসুদ কামাল। নতুন দায়িত্ব গ্রহণের পর অধিভুক্ত সাত কলেজ অধ্যক্ষদের সঙ্গে অধ্যাপক মাকসুদ কামালের এটাই প্রথম সভা।

এর আগে গত সোমবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নির্দেশনায় পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে অধ্যাপক ড. এ এস এস মাকসুদ কামালকে অধিভুক্ত সরকারি সাত কলেজের নতুন প্রধান সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়।

পড়ুন: ঢাবির সঙ্গে সাত কলেজের সভায় যেসব বিষয় গুরুত্ব পাবে

সভায় ঢাকা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য, কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মহসিন কবির, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেন, সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ফেরদৌসী খান, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহারের উপস্থিত থাকার কথা রয়েছে।

সভার বিষয়ে ঢাকা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাত কলেজ শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন নিয়ে সভায় আলোচনা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেসব বিষয়গুলো শুনবেন পরে তা সমাধানে কাজ করবেন। করোনা পরিস্থিতিতে আটকে থাকা পরীক্ষার বিষয়টি সভায় গুরুত্ব পাবে।


সর্বশেষ সংবাদ