রাবির মতিহার হলে সাবেক প্রভোস্টের নামফলক উচ্ছেদ

২২ ডিসেম্বর ২০২০, ১০:১৮ AM
রাবির মতিহার হলে ভেঙে ফেলা নামফলক

রাবির মতিহার হলে ভেঙে ফেলা নামফলক © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলের প্রভোস্ট থাকাকালীন সময়ে ফুল ও শোভাবর্ধক গাছ লাগিয়েছিলেন প্রফেসর ড. মু. আলী আসগর। সেখানে উদ্বোধনের নামফলকও স্থাপন করা হয়েছিল। তবে সেটি বর্তমান প্রভোস্টের নির্দেশে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও সে অভিযোগ অস্বীকার করে হল কর্তৃপক্ষ বলছে, ফলকটি অন্যত্র বসানো হবে।

প্রফেসর ড. মু. আলী আসগর বলেন, ‘আমি মতিহার হলের প্রভোস্ট থাকাকালীন সময়ে প্রায় ৭০০ স্থায়ী ফুলের গাছ এবং শোভাবর্ধক গাছ লাগিয়েছিলাম। মতিহার হল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আমার উদ্বোধনের নামফলক মতিহার হলের বাগানে স্থাপন করা হয়েছিল। কিন্তু আমি অবহিত হয়েছি, আমার প্রতি ব্যক্তিগত আক্রোশের কারণে মতিহার হলের বর্তমান প্রভোস্ট নামফলক উচ্ছেদ করে।’ ২১ ডিসেম্বর (সোমবার) ফলকটি তুলে ফেলা হয় বলে তিনি অভিযোগ করেন। 

তিনি দাবি করেন, ‘ভিসির অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় ভিসিপন্থী মতিহার হলের প্রভোস্ট আমার নামফলক উচ্ছেদ করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে বর্তমান প্রভোস্ট প্রফেসর ড. মুশতাক আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘তিনি যে অভিযোগ করেছেন তা সত্য নয়। নামফলকটির স্থানে গাছ লাগানোর জন্য সেটি তুলে ফেলা হয়েছে। অন্যত্র সেটি স্থাপন করা হবে। এছাড়া তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত আক্রোশও নেই।’

নির্বাচনে জামানত কী, কেন বাজেয়াপ্ত করা হয়?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬