‘মধু দা’র ভাস্কর্য ভাঙায় জড়িতদের গ্রেফতার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ১১:৩০ PM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০, ১১:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অবস্থিত মহান মুক্তিযুদ্ধে নিহত মধুসূদন দে’র ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ শ্রদ্ধা জানানো হয়। এসময় ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের গ্রেফতার দাবি করেন মঞ্চের নেতাকর্মীরা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন মধুসূদন দে এর পুত্র অরুণ দে, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো: আল মামুন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামরুজ্জামান রাজু, নাজির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ প্রমুখ।
আল মামুন বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র মধুর ক্যান্টিনে মধুসূদন দে-এর ভাস্কর্য ভাঙার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। অবিলম্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সম্প্রতি ধর্ম ব্যবসায়ী মৌলবাদী অপশক্তি কর্তৃক শান্তির ধর্ম ইসলামের অপব্যাখ্যা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দেয়া হচ্ছে।’
‘স্বাধীনতা বিরোধী এই সাম্প্রদায়িক অপশক্তিকে’ অবিলম্বে রুখে দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘মৌলবাদী অপশক্তি কর্তৃক ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি ও মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মধুসূদন দে-এর ভাস্কর্য ভেঙে ফেলার অপচেষ্টা একই সূত্রে গাঁথা। এদেরকে দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মধুর ক্যান্টিনে অবিলম্বে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।’
তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনী রাতের আঁধারে মধুসূদন দে-কে হত্যা করেছিল। জীবনের বিনিময়ে আমাদেরকে বাংলাদেশের লাল সবুজের পতাকা উপহার দিয়েছিলেন। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন মধূসদন দে আমাদের হৃদয়ের মণিকোঠায় বেঁচে থাকবেন। মৌলবাদী অপশক্তির সকল ষড়যন্ত্র রুখে দেবে মুক্তিযুদ্ধ মঞ্চ।’