হাসপাতালেও ‘অনশন’ পালন করছেন ঢাবির সেই ছাত্রী

২৩ অক্টোবর ২০২০, ০৭:১৪ PM
ছবিতে অনশনরত অবস্থায় ঢাবি ছাত্রী ও ঢাবির লোগো

ছবিতে অনশনরত অবস্থায় ঢাবি ছাত্রী ও ঢাবির লোগো © ফাইল ফটো

গত ৮ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে ধর্ষণে জড়িতদের বিচারের দাবি অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্রী। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার সহপাঠিরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও অনশন পালন করছেন বলে দাবি করেছেন ওই ছাত্রী।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই ছাত্রীর সবশেষ অবস্থা জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ দাবি করেন।

ওই ছাত্রী জানান, আজ অনশনের ১৬তম দিন। আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন বিল্ডিংয়ের তিন তলায় কেবিনে চিকিৎসাধীন। আমি এখনও অনশনে আছি। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছি।

এর আগে অনশনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১০ অক্টোবর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২০ সেপ্টেম্বর রাতে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে লালবাগ ও কোতয়ালী থানায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বহিস্কৃত আহ্বায়ক হাসান আল মামুনসহ পরিষদের ছয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রী। এসব মামলায় কেউ গ্রেপ্তার না হওয়ায় গত ৮ অক্টোবর রাতে অনশনে বসেন ওই ছাত্রী।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬