অদৃশ্য শক্তির বলে আসামিরা গ্রেফতার হচ্ছে না: ঢাবি ছাত্রী

০৯ অক্টোবর ২০২০, ১০:৩০ PM
অনশনে ঢাবি ছাত্রী

অনশনে ঢাবি ছাত্রী © ফাইল ফটো

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অব্যাহতিপ্রাপ্ত আহবায়ক হাসান আল মামুনসহ ধর্ষণে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী ওই ছাত্রী।

তিনি বলেন, আমি মামলা করেছি ১৭ দিন আগে। পুলিশ চাইলে যে কোনো সময় আসামিদের গ্রেফতার করতে পারে। এতদিন পরও কেন কাউকে গ্রেফতার করা হচ্ছে না? আমার মনে হয় পুলিশ প্রভাবিত। আসামিরা তো প্রভাবশালী বটেই। কোনো এক অজ্ঞাত কারণে বা কোনো অদৃশ্য শক্তির বলে আসামিরা গ্রেফতার হচ্ছে না।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অনশন শুরু করেন তিনি। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেত্রীরা একাত্মতা জানিয়ে তার সাথে অবস্থান নিয়েছেন।

এর আগে, গত ২০ ও ২১ সেপ্টেম্বর ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে কোটা আন্দোলনের নেতা হাসান আল মামুন ও নুরুল হক নুরসহ ছয় জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেন ওই ছাত্রী। মামলার ১৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। এ প্রেক্ষিতেই অবস্থান কর্মসূচি শুরু করেছেন তিনি।

ভুক্তভোগী ছাত্রী বলেন, ধর্ষকরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। সেজন্য আজ বাধ্য হয়ে অনশনে বসেছি। ধর্ষকরা জাতির শত্রু। তাদের কোন ক্ষমা নেই। হাসান আল মামনু ও নুরুল হক নুরসহ অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমার অনশন অব্যাহত থাকবে।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬