প্রলোভন দেখিয়ে টিএসসি থেকে নিয়ে যাওয়া হয় জিনিয়াকে

০৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:০২ AM
উদ্ধারের পর পুলিশ হেফাজতে জিনিয়া (বায়ে), টিএসসিতে ফুল বিক্রির সময়ের ছবি (ডানে)

উদ্ধারের পর পুলিশ হেফাজতে জিনিয়া (বায়ে), টিএসসিতে ফুল বিক্রির সময়ের ছবি (ডানে) © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার পথশিশু জিনিয়াকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুল বিক্রি করে পরিচিতি পাওয়া শিশু জিনিয়াকে গতকাল নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

জিনিয়া নিখোঁজ হওয়ার ঘটনায় এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মিশু বিশ্বাস সাংবাদিকদেরকে জানান, জিনিয়াকে ফুসলিয়ে ও প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছিল। তবে কী উদ্দেশে তাকে নিয়ে গিয়েছিল তা জানার চেষ্টা করছেন বলে জানান তিনি।

জিনিয়াকে উদ্ধারের ঘটনা নিয়ে মিশু বিশ্বাস ফেসবুকে এক স্ট্যাটাটে লিখেছেন, ‘টিএসসির প্রিয়মুখ ছোট্ট জিনিয়াকে নারায়নগঞ্জ হতে একটু আগে আমরা উদ্ধার করেছি। এই ঘটনায় জড়িত এক জনকে গ্রেফ্তার করা হয়েছে। জিনিয়া এখন সুস্থ এবং স্বাভাবিক আছে। আবারো সে তার হাসিমুখ দিয়ে ক্যাম্পাস আলোকিত করবে, টিএসসির এই মাথা থেকে ঐ মাথা ছুটে বেড়াবে।’

তিনি লেখেন, ‘গত কয়েকদিনে অনেকেই জিনিয়াকে খুঁজে পেয়েছি কিনা জানতে চেয়েছেন, তার জন্য দুশ্চিন্তা করেছেন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। জিনিয়াকে উদ্ধারে অক্লান্ত পরিশ্রম করার জন্য রমনা জোনাল টীমের সকল সদস্যসহ শাহবাগ থানার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।’

গত ১ সেপ্টেম্বর রাত থেকে জিনিয়াকে পাওয়া যাচ্ছিল না। ওইদিন দুই তরুণীকে সর্বশেষ কথা বলতে দেখা যায় জিনিয়ার সাথে। টিএসসির পাশের একটি দোকানে তিনজন মিলে চটপটিও খায়। এরপর থেকেই নিখোঁজ হয় জিনিয়া।

পরে শাহবাগ থানায় মামলা করেন জিনিয়ার মা। তাছাড়া জিনিয়াকে খুঁজে বের করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব ছিলেন।

পুলিশ জানায়, এ ঘটনায় সন্দেহভাজন দুই তরুণীকে শনাক্ত করা হয়েছে। কয়েক বছর আগে জিনিয়ার বড় বোনও নিখোঁজ হয়েছিলো। দেড় বছর পর খোঁজ মিলেছিলো তার। বাবা হারানো তিন মেয়েকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন জিনিয়ার মা।

চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধর, বিএনপি কর্মী আটক
  • ৩০ জানুয়ারি ২০২৬
মৃত্যু নিয়ে লাইভ: যুবদল নেতার বহিষ্কার নিয়ে যা জানা গেল
  • ৩০ জানুয়ারি ২০২৬
আসামের 'মিঞাঁ মুসলমানদের' বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মু…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে যুক্তরাজ্যের নাগরিকেরা, ১৫…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন পরীক্ষায় যা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা
  • ৩০ জানুয়ারি ২০২৬