খোঁজ নেই ‘ঢাবির জিনিয়ার’, কাঁদছেন মা (ভিডিও)

০৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৪১ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচিত মুখ ছোট শিশু জিনিয়া। টিএসসি থেকে শুরু করে কলা ভবন, কার্জন হল সবখানেই সমান বিচরণ ছিল তার। বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সদ্য সাবেক শিক্ষার্থীদের অনেকের কাছেই সে ছোট বোনের মতো। ফুল বিক্রি করেই পরিচিতি পায় সে। কিন্তু তিনদিন ধরে সেই জিনিয়ার খোঁজ নেই।

জানা গেছে, তিন দিন আগে সর্বশেষ জিনিয়াকে ক্যাম্পাসে দেখা যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ফলে বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রীক বিভিন্ন ফেসবুক গ্রুপে আলোচনায় কেন্দ্রে পরিণত হয়েছে। অনেকেই তাকে খুঁজে বের করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

জিনিয়ার মায়ের সঙ্গে কথা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক মির আরশাদুল হকের। তার মা জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানের গেটের সামনের চটপটির দোকান থেকে দু‘জন নারী তাকে তুলে নিয়ে গেছেন বলে জানতে পেরেছেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শাহবাগ থানায় একটি জিডিও করেছেন তিনি।

জিনিয়ার মা বলেন, ‘জিনিয়া দেখতে সুন্দর বলে দুই মহিলা উঠিয়ে নিয়ে যায়। তারা বলেন, নিয়ে গিয়ে পড়াশোনা করাবেন। তারা দুজনই দেখতে বেশ সুন্দর। তারাই উঠিয়ে নিয়ে গেছে।’

তিনি জানান, জিনিয়ার বাবা আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। জিনিয়ার ছোট আরেকটি বোন রয়েছে, নাম সিনথিয়া। তাদের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তিনি বলেন, ‘আমার মেয়েকে আমি ফিরে পেতে চাই। তাকে পেলে আমি বাড়ি চলে যাবো, আর থাকবো না ঢাকায়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, জিনিয়া মোটামুটি সবার নিকট পরিচিত ছিল। ফুল বিক্রির সুবাদে সবাই তাকে চেনে। ছোট বোনের মতো আদর করতো সবাই। কিন্তু তার খোঁজ পাওয়া না যাওয়ায় সবাই ব্যথিত হয়েছেন। এখন জিনিয়াকে দ্রুত খুঁজে বের করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছি। আমি নিজে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। তারাও কাজ করছে। তাছাড়া, আমরা আরো কিছু তথ্য জানার চেষ্টা করছি।’

চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বললেন …
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ১৯৭টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ, ভোটারদের মধ্যে…
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সুখবর পেলেন বিএনপির এক নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬