সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২০, ০৪:৩১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২০, ০৪:৫০ PM
মোটরসাইকেলের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আমজাদ হোসেন রিফাতসহ তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রিফাত বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়া তিনি শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র ছিলেন এবং বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন।
রোববার (৩০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকায় এই ঘটনা ঘটনা।
নিহত অপর দুই শিক্ষার্থী হলেন, তারেক রহমান নিলয় (২২) এবং নিলয়ের ছোট ভাই তানজিলুর রহমান (১৮)। নিলয় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। আর তানজিলুর রহমান বান্দরবান সরকারি কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিলেন। নিহত তিনজনের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চকরিয়া উপজেলা শিক্ষার্থীদের সংগঠন ঢাবি চকোরি’র সভাপতি আশরাফুল ইসলাম সাকিব।
এ বিষয়ে রিফাতের মামা সাজ্জাদ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, রিফাত, নিলয় ও নিলয়ের ছোট ভাই তানজিল মোটর সাইকেল নিয়ে দাওয়াত খেতে গিয়েছিলো। সেখান থেকে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জিন্দাবাজার এলাকায় ওভারটেকিংয়ের সময় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিফাত ও নিলয় মারা যান। আর তানজিলুর রহমানকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান বলেন, রবিবার দুপুরে জিদ্দাবাজার এলাকায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। আমরা কাভার্ডভ্যানটি আটক করেছি। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।