বেরোবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে গুজব
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ১১:৫৩ AM , আপডেট: ০৪ অক্টোবর ২০২০, ০৬:৫০ PM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে অনার্স প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়ে একদিন পেছানোর কারণে প্রবেশপত্রের তারিখ পরিবর্তন সংক্রান্ত গুজব উঠেছে। তবে এই গুজব সত্য নয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।
তিনি জানান, ‘প্রবেশপত্র নিয়ে যে গুজব উঠেছে তাতে কোন সমস্যা নেই। প্রবেশপত্রে তারিখ পরিবর্তন দেখালেও এতে কোন ধরণের সমস্যা নেই। বুলবুলের জন্য নির্ধারিত পরীক্ষার সময়সূচী একদিন করে পেছানোর কারণে এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা পরীক্ষার্থীর জন্য কোন সমস্যার সৃষ্টি করবে না।’
পরীক্ষার্থীরা যাতে করে বিভ্রান্তিতে না পড়েন এজন্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, ‘ইতোপূর্বে যেসকল পরীক্ষার্থী প্রবেশপত্র ডাউনলোড করেছেন পরীক্ষার তারিখ পরিবর্তনের কারণে তাদের আর নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে না।’
পরিবর্তিত পরীক্ষার তারিখ ১২ নভেম্বর ‘বি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৩ নভেম্বর ‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ও ‘এফ’ ইউনিট (জীব ও ভূ-বিজ্ঞান)। সর্বশেষ ১৪ নভেম্বর ‘ডি’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) ও ইঞ্জিনিয়ারিং অনুষদের (ই-ইউনিট) পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।
ভর্তি পরীক্ষা কেন্দ্রীক সকল তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে।