চবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা, নিয়মিত শিডিউলে চলবে বাস ও শাটল
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ AM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর চবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হবে।
উক্ত জানাজা ও দোয়া-মোনাজাতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসীসহ সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এছাড়া চবির সকল ধর্মীয় উপাসনালয়ে তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হবে।
জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বুধবার বেলা সাড়ে ১১টায় শহর থেকে ১, ২, ৩ ও ৪নং শিক্ষক বাস রুট অনুসরণ করে চারটি বাস চবি ক্যাম্পাসে আসবে এবং জানাজা শেষে যথারীতি শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এছাড়া বেলা ১২ টা ৪৫ মিনিটে আরেকটি বাস ক্যাম্পাসের পরিবহন দপ্তর ছেড়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জানাজাস্থলে আসবে, এরপর জানাজা শেষে যথারীতি ছেড়ে যাবে। এদিন শাটল ট্রেন নিয়মিত শিডিউল চলাচল করবে।