উদীচী ও ছায়ানট ‘তছনছ’ বলতে কী বুঝিয়েছেন, ব্যাখ্যা দিলেন জাবি শিবির সেক্রেটারি

২০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ AM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির সেক্রেটারি মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির সেক্রেটারি মোস্তাফিজুর রহমান © টিডিসি

শরীফ ওসমান হাদির মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত প্রতিবাদ সমাবেশে ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের উদীচী ও ছায়ানট নিয়ে দেওয়া বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে ছড়িয়ে পড়া বক্তব্যটির ব্যখ্যা দিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন তিনি। পরে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে একটি ফেইসবুক স্ট্যাটাসে এ বিষয়ে 'স্পষ্ট ব্যখ্যা' দিয়েছেন রহমান। নিজ বক্তব্যে এ শিবির নেতা 'তছনছ' বলতে বয়ান ভাঙ্গাকে বুঝিয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি।

স্ট্যাটাসে তিনি বলেন, গতকাল শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের মৃত্যু পরবর্তী প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রদত্ত আমার বক্তব্যের কিছু শব্দ নিয়ে এই স্পষ্টকরণ প্রদান করছি। বক্তব্যে ব্যবহৃত ‘তছনছ’ শব্দটির মাধ্যমে ভাঙচুরকে বোঝানো হয়নি। বরং এর অর্থ ছিল-নিয়মতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক উপায়ে বিকল্প কাঠামো গড়ে তুলে, সর্বদা সচেতন থেকে ফ্যাসিবাদী বয়ানকে মোকাবেলা করা।’

তিনি আরও উল্লেখ করেন, ‘সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বক্তব্যে শব্দচয়নে কিছুটা তাড়াহুড়ো হয়েছে। তবে আমাদের অবস্থান সুস্পষ্ট-আমরা নিয়মতান্ত্রিক পথেই আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে চাই। বহু জনশক্তির খুনের পরও ইসলামী ছাত্রশিবির ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে এসেছে। আগামী দিনেও আমরা সর্বোচ্চ ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করবো। শাহাদাত আমাদের তামান্না, লড়াই আমাদের ধারাবাহিকতা-তবে সেই লড়াই ভাঙার চেয়ে গড়ার দিকেই মনোযোগী।’

উদীচী ও ছায়ানটকে প্রাতিষ্ঠানিক ও নিয়মতান্ত্রিক উপায়ে মোকাবেলা করবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘উদীচীসহ উল্লেখিত প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশে ফ্যাসিবাদের তল্পিবাহক হিসেবে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। তারা বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু, জনগণের শত্রু। তবে ফ্যাসিবাদের আদর্শিক ভিত্তিকে আমরা প্রাতিষ্ঠানিক ও নিয়মতান্ত্রিকভাবেই মোকাবেলা করবো।’

এর আগে, গতকাল ওই সমাবেশে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের লড়াই শেষ হবে ইনকিলাব মঞ্চের মাধ্যমে, হাদী ভাই বাম ও শাহবাগীদের যে বয়ান ভাঙ্গার কাজ শুরু করেছেন তা শেষ করার মধ্য দিয়ে। আগামীকাল থেকে বাম, শাহবাগী, উদীচী ও ছায়ানটকে তছনছ করে দিতে হবে।’

৬০০ টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের
  • ১২ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখতেন দুই জেলায়
  • ১২ জানুয়ারি ২০২৬
জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9