ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবির পরীক্ষা দিতে এসে ভর্তিচ্ছুর মৃত্যু

মৃত শিক্ষার্থীর প্রবেশপত্র
মৃত শিক্ষার্থীর প্রবেশপত্র  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষা দিতে এসে মো. তাহেরুজ জামান আকাশ নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে (পরীক্ষা কেন্দ্র) খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের (লাইফ সাইন্স স্কুল) ভর্তি পরীক্ষা দিতে আসলে অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার, তারপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বিকেল চারটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি পরীক্ষা দিতে আসলে অসুস্থতাবোধ করে ওই শিক্ষার্থী। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আজ বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (লাইফ সাইন্স স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই পরীক্ষা চার কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হচ্ছে-খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম। ভর্তিচ্ছু মো. তাহেরুজ জামান আকাশ ঢাকা কেন্দ্রের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এর আগে বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছিল, এই ইউনিটের পরীক্ষায় ২৮ হাজার ৯৬৮ পরীক্ষার্থীর অংশ নেবে। তবে কতজন ভর্তিচ্ছু অংশ নেন তা জানা যায়নি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!