জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫তম প্রজাপতি মেলা শুক্রবার 

০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ PM
মেলার বিষয়ে জানাচ্ছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন

মেলার বিষয়ে জানাচ্ছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন © টিডিসি

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’—স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫তম ‘প্রজাপতি মেলা-২০২৫’। প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা এই মেলার আয়োজন করেছে। আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। 

মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আয়োজকরা জানান, প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবারের মেলায় দেশের বিশিষ্ট বন্যপ্রাণী বিশারদ ও সংরক্ষণবিদ ড. আলী রেজা খান-কে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হবে। এ ছাড়া ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট-২০২৫’ অ্যাওয়ার্ড যৌথভাবে পাচ্ছেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী শাহারিয়ার রাব্বি তন্ময় এবং নূরে আফসারী।

১৫তম এই আয়োজনের অন্যতম আকর্ষণ হলো ‘বাটারফ্লাইস অব বাংলাদেশ’ বইয়ের তৃতীয় সংস্করণের মোড়ক উন্মোচন। বইটিতে ৩৬০টি প্রজাতির প্রজাপতির ছবিসহ এদের বায়োলজি ও শনাক্তকারী জিনভিত্তিক বিস্তারিত তথ্য রয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্র, যেখানে জীবন্ত প্রজাপতি, প্রজাপতিবান্ধব বৃক্ষ এবং প্রজনন ক্ষেত্র দেখার সুযোগ মিলবে।

দিনব্যাপী যা থাকছে: আগামী ৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় মেলার উদ্বোধন, অ্যাওয়ার্ড প্রদান ও বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। এরপর বর্ণাঢ্য র‍্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি-বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা এবং প্রজাপতির গল্পে পাপেট শো ও অরিগ্যামি প্রদর্শিত হবে।

অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে দিনব্যাপী প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন এবং প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন। দুপুরের পর অনুষ্ঠিত হবে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা এবং প্রজাপতি-বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী। বেলা সাড়ে তিনটায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।

ঢাবির হল থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
  • ১৭ জানুয়ারি ২০২৬
পাম্পের কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যা করা যুবদলের সেই সা…
  • ১৭ জানুয়ারি ২০২৬
কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9