মো. জারিফ রহমান ও মো. আবুজার গিফারী ইফাত © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বগুড়ার শিক্ষার্থীদের উপস্থিতিতে এবং সাবেক শিক্ষার্থীদের পরামর্শক্রমে আগামী ছয় মাসের জন্য বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জারিফ রহমান ও সাধারন সম্পাদক হয়েছেন মো. আবুজার গিফারী ইফাত।
শুক্রবার (১৪ নভেম্বর) এ অংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খাদিজাতুল কোবরা নিশি ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়ানাথ ইসলাম।
নতুন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক যে কোনো সিদ্ধান্তে স্বাক্ষর করবেন। পাশাপাশি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবেও জানানো হয়েছে।