ডাকসু নেতৃবৃন্দের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:১৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় ডাকসু ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় ডাকসু ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে বাস্তবায়নের লক্ষ্যে কয়েকটি কর্মসূচি নিয়েও কথা হয়। এর মধ্যে রয়েছ-ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালু করা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে ইইউর অর্থায়নে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন, যৌথ গবেষণা সহযোগিতা কর্মসূচি প্রতিষ্ঠা এবং বিজ্ঞান ও সমাজবিষয়ক ঢাবি-ইইউ উদ্ভাবন সম্মেলন আয়োজন।
এছাড়াও উভয় পক্ষ জুলাই বিপ্লব-পরবর্তী রাজনীতিতে তরুণদের ভূমিকা, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।
এসময় ডাকসুর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, কমনরুম রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার, সমাজকল্যাণ সম্পাদক এবি জুবায়ের, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি এবং কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার, উম্মে উসওয়াতুন রাফিয়া, আনাস ইবনে মুনির, রায়হান উদ্দীন ও হেমা চাকমা।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ছিলেন রাষ্ট্রদূত মাইকেল মিলার, ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্তিয়ান রিগার ব্রাউন এবং প্রেস উপদেষ্টা তৌহিদ ফিরোজ।
মতবিনিময় শেষে রাষ্ট্রদূত মাইকেল মিলার ও তাঁর প্রতিনিধিদল ডাকসু ভবনে প্রতিষ্ঠিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করেন।