ঢাবিতে লিফট বিকল
‘বাতাস বন্ধ হয়ে যাচ্ছিল, লাইট চালু-বন্ধ হওয়ায় ভয় পেয়েছিলাম’
- মো. সজিব, ঢাকা বিশ্ববিদ্যালয়
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:০০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের লিফট আবারও বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী ১০ মিনিটেরও বেশি সময় আটকে ছিলেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এ ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভবনের লিফটম্যান ও নিরাপত্তা কর্মীরা এসে তাদের উদ্ধার করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, লিফটটি দীর্ঘদিন ধরে নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের শিক্ষার্থী লিজিয়া পারভিন মনিকা বলেন,‘ লিফট যখন দুই ও তিনতলার মাঝে ছিল, তখন হঠাৎ থেমে গিয়ে সাইরেন বেজে ওঠে। ভেতরে বাতাসও বন্ধ হয়ে যাচ্ছিল। বারবার লাইটগুলো চালু হচ্ছিল আর বন্ধ হচ্ছিল। আমরা খুব ভয় পেয়েছিলাম।’
জানা গেছে, গত ২৭ এপ্রিল কলা ভবনের লিফটের যান্ত্রিক ত্রুটির কারণে ২৬ জন শিক্ষার্থী প্রায় ৩০ মিনিট আটকা পড়েন। এরই পরিপ্রেক্ষিতে ২৮ এপ্রিল প্রয়োজনীয় সংস্কার ও লিফটম্যানের দায়িত্ব পালনে জবাবদিহিতা নিশ্চিতকরণসহ চার দফা দাবি জানিয়েছিল কমল মেডিএইড নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
দুইমাস আগে লিফটগুলো সংস্কার করা হলেও ফের আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মোকারম ভবনের লিফট থেকে পড়ে আব্দুল্লাহ সাগর (৫৫) নামে সিনিয়র সহকারী হিসাব পরিচালকের মৃত্যু হয়।
গত ২৭ এপ্রিল কলা ভবনের লিফটের যান্ত্রিক ত্রুটির কারণে ২৬ জন শিক্ষার্থী প্রায় ৩০ মিনিট আটকা পড়েন। এরই পরিপ্রেক্ষিতে ২৮ এপ্রিল প্রয়োজনীয় সংস্কার ও লিফটম্যানের দায়িত্ব পালনে জবাবদিহিতা নিশ্চিতকরণসহ চার দফা দাবি জানিয়েছিল কমল মেডিএইড নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দুইমাস আগে লিফটগুলো সংস্কার করা হলেও ফের আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মোকারম ভবনের লিফট থেকে পড়ে আব্দুল্লাহ সাগর (৫৫) নামে সিনিয়র সহকারী হিসাব পরিচালকের মৃত্যু হয়।
শিক্ষার্থী লিজিয়া পারভিন মনিকা বলেন, ‘আজ সকালে আমরা ক্লাসে যাওয়ার জন্য ৯ জন লিফটে উঠেছিলাম। এর ধারণক্ষমতা ১০ জন। যদি ৯ জন ওঠা ঝুঁকিপূর্ণ হতো, তাহলে সাইরেন বেজে উঠত। কিন্তু লিফটে সাইরেন বাজেনি। ভেতরে থাকা নম্বরে ও বন্ধুদের কল দেয়ার কিছুক্ষণ পর লিফটম্যান এসে আমাদের উদ্ধার করেন।’
কলা ভবনের এক নিরাপত্তাকর্মী নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যম্পাসকে বলেন, ‘লিফটগুলো অনেক পুরোনো। মাঝেমধ্যে কাজ করে আবার বন্ধ হয়ে যায়। কিছুদিন আগে একবার ঠিক করেছিল। কিন্তু এখন আবার সেই আগের মত অবস্থা।’
কলা ভবনের লিফটম্যান সুলায়মান বলেন, ‘হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পর ব্যাটারি কানেকশন পায়নি। ফলে হ্যাং হয়ে আটকে যায়।’
লিফটগুলো অনেক পুরোনো স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের লিফট তত্ত্বাবধানের দায়িত্বে থাকা প্রকোশলী মো. আহসান হাবিব দ্য ডেইলি ক্যম্পাসকে বলেন, ‘এর আগে আমাদের কাছে কিছু অভিযোগ আসায় দুইমাস আগে লিফটগুলো সংস্কার করি। এর মধ্যে আমরা কোনো সমস্যা পাইনি। ভোল্টেজ কম থাকার কারণে হয়তো আজ লিফট আটকে গেছে।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ( ডাকসু) জিএস এস এম ফরহাদ দ্য ডেইলি ক্যম্পাসকে বলেন, ‘আমাদের অন্যতম কনসার্নের বিষয় ছিল, কলা ভবনের লিফটগুলো পরিবর্তন করা। পাশাপাশি এর মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, তার সঠিক তদারকি ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো।’
আরও পড়ুন: রাবি ছাত্রীর মৃত্যু: তিন দিনের মধ্যে রিপোর্ট না দেওয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
বিশ্ববিদ্যালয়ের লিফটগুলো পরিবর্তন করে নতুন করে স্থাপনের জন্য ডাকসু উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বাজেট না থাকার কারণে এখনও তেমন কোনো উদ্যোগ নিতে পারিনি। তবে প্রশাসন যদি বাজেট দেয়, তাহলে লিফটগুলো পরিবর্তন করব। আর যদি নাও দেয়, তাহলে আমরা বাধ্য করব।’
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ছুটিতে রয়েছেন। মোবাইল ফোনে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা কাজ করছি। আজকে লিফট আটকে যাওয়ার ঘটনার পরই ইঞ্জিনিয়ার সেকশনে কথা বলেছি। লিফট কোম্পানির সাথেও কথা হয়েছে। অনেক সময় দেখা যায়, ধারণ ক্ষমতার চেয়ে বেশি শিক্ষার্থী ওঠে। ফলে এ ধরনের ঘটনা ঘটে।’
লিফট সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে তিনি বলেন, ‘যে লিফটগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলো অনেক দামি। বিশ্ববিদ্যালয় থেকে এ জন্য আলাদা বাজেট না আসলে নতুন করে স্থাপন করাও কঠিন। তাছাড়া এগুলো যে খুব পুরোনো এমনও না। কলা ভবনের মাঝের লিফটে প্রায়ই সমস্যা দেখা যায়। আমরা এটি এক্সচেঞ্জ করার কথা ভাবছি।’
শিক্ষকদের লিফট ব্যবহারে শিক্ষার্থীদের বাধা দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘আসলে সব শিক্ষকের মানসিকতা সমান না। আমি যখন লিফট দিয়ে যাই, তখন শিক্ষার্থীদের ডেকে আমার সাথে নিয়ে যাই। তাদের লিফটও যে খুব ভালো, এমন না। এটিও মাঝে মাঝে আটকে যায়।’