মোমবাতি প্রজ্বলন ও নীরবতা ছাত্রদলের © সংগৃহীত
চার দশক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ছাদ ধসে ৩৯ জনের প্রাণহানির ঘটনায় শোক দিবস পালন করলেন শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানটি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। আজ বুধবার (১৫ অক্টোবর) রাতে জগন্নাথ হলে ‘অক্টোবর স্মৃতি স্তম্ভে’ মোমবাতি প্রোজ্জ্বলন ও নীরবতা পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় দাঁড়িয়ে গভীর নীরবতা ও শহীদদের আত্মা স্মরণ করা হয়।
মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের ১নং যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ সাদ্দাম মীর, গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ খন্দকার, স্যার এএফ রহমান হলের আহ্বায়ক সায়মন সিদ্দিক ফেরদৌস, মহব্বত আলী জয় প্রমুখ।
সকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা জগন্নাথ হলে ‘অক্টোবর স্মৃতি স্তম্ভে’ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তারা এক মিনিট নীরবতা পালন করেন।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবন ও হলে কালো পতাকা উত্তোলন করা হয়। শ্রদ্ধা জানানোর পর আলোচনা সভা আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের একটি ভবনের ছাদ ধসে ছাত্র, কর্মচারী, অতিথিসহ ৩৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এরপর থেকে বছরের এই দিনটি বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। শোকাবহ ওই ঘটনার স্মরণে জগন্নাথ হলে নির্মিত হয়েছে ‘অক্টোবর স্মৃতি ভবন’।