দ্য ডেইলি ক্যাম্পাস সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ, ক্ষমা চাইলেন চাকসু ছাত্রদলের জিএস প্রার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৭:২২ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় অশোভন আচরণের শিকার হয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের ঢাকা অফিসের স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার সময় চবির নতুন কলা ভবন কেন্দ্রে ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন এই আচরণ করেন। পরে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এ ঘটনার প্রতিবাদ করলে ক্ষমা চান অভিযুক্ত শাফায়াত।
ভোটকেন্দ্রগুলোর বাইরে দুয়েকটি অপ্রীতিকর ঘটনা ছাড়া কোনো ধরনের অনিয়ম ব্যতীত সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এরপর কেন্দ্র থেকে ব্যালটগুলো ডিন অফিসে নেওয়া হচ্ছে, সেখানে ক্যামেরার সামনে ভোট গণনা করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, সব কেন্দ্রেই নির্ধারিত সময়ে ভোটগ্রহণ হয়েছে এবং সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণে ছিল। এখন ফলাফল ঘোষণার অপেক্ষায় শিক্ষার্থীরা।
ভুক্তভোগী তৌহিদুর রহমান তুহি বলেন, সন্ধ্যা ৬টার সময় চবির নতুন কলা ভবন কেন্দ্রে ছাত্রদলের জিএস প্রার্থী এসে অভিযোগ করে জানায়, তাদের পোলিং এজেন্ট বের করে দিয়ে প্রায় এক ঘণ্টা যাবত এলইডি বন্ধ করা হয়েছে। তখন আমি সাংবাদিক পরিচয় দিয়ে প্রশ্ন করি, সাধারণত ভোট গণনার সময় পোলিং এজেন্টরা কেন্দ্রের ভেতরে থাকেন এবং আপনাদের পোলিং এজেন্টকে কে বের করে দিয়েছেন?
‘‘তখন ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন আমার প্রশ্নটি শোনার আগেই জানতে চান আমি কোন গণমাধ্যমে কাজ করি। এরপর আমি দ্য ডেইলি ক্যাম্পাসের কথা বলার পর খুবই খারাপ ব্যবহার করেন। তুই-তোকারিও করেন তিনি। তখন দ্য ডেইলি ক্যাম্পাস সত্য সংবাদ প্রকাশ করে না বলেও মো. শাফায়াত হোসেন অভিযোগ করেন। তখন আমি সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করি। এছাড়াও আমার সঙ্গে অন্য গণমাধ্যমের যারা ছিলেন, তারাও আমার সঙ্গে প্রতিবাদ করেন। পরে সার্বিক বিষয়ে ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন ক্ষমা চেয়েছেন।’’
এ বিষয়ে জানতে চট্টগ্রামে থাকা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে মুঠোফোন কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।