এইচএসসির ফল প্রকাশের সময় মন্ত্রণালয়ে পাঠাইনি, সম্ভাব্য তারিখও ঠিক করিনি: আন্তঃশিক্ষা বোর্ড আহবায়ক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০২:৫৪ PM
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র দেখার কাজ শেষ হলেও এখনও ফল প্রকাশের তারিখ নির্ধারণ করেনি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শেষ পর্যায়ের কার্যক্রম শেষে ফলাফল প্রকাশের জন্য তারিখ নির্ধারণ করে এ সংক্রান্ত প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। আগামী ১৮ অক্টোবরের মধ্যেই ফলাফল প্রকাশ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ এখনো মন্ত্রণালয়ে পাঠাইনি। আমরা এখনো সম্ভাব্য তারিখ ঠিক করিনি।’
আরও পড়ুন: খুবির ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে, তারিখ নিয়ে সিদ্ধান্ত এ সপ্তাহেই
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন, যা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে পুনরায় সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়ায় তা শেষ হয় ১৯ আগস্ট। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।
এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা হয়। এতে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এখন সোয়া ১২ লাখ শিক্ষার্থী চূড়ান্ত ফলাফলের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন।