ঢাবির বিভিন্ন রুটে বাসের লাইভ ট্রাকিং অ্যাপের কার্যকারিতা যাচাই

ঢাবির ১৭ বাসরুটের সভাপতি-সাধারণ সম্পাদকদের মতবিনিময় করেছেন ডাকসুর নেতারা
ঢাবির ১৭ বাসরুটের সভাপতি-সাধারণ সম্পাদকদের মতবিনিময় করেছেন ডাকসুর নেতারা  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন রুটে চলাচলকারী বাসের লাইভ ট্রাকিং অ্যাপ ‘আমাদের লাল বাস’র কার্যকারিতা যাচাই করেছেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রুটগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে মতবিনিময় সভার পাশাপাশি এ উদ্যোগ নেন নবনির্বাচিত নেতা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ১৭টি বাসরুটের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এ মতবিনিময় সভা আয়োজন করেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। এ সময় ভিপি মো. আবু সাদিক (সাদিক) কায়েম, জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চাকসুর হল সংসদ নির্বাচন করছেন ডাকসু ভিপির ছোট ভাই

সভায় নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সংকটের ব্যাপারে পরামর্শ নেন। এছাড়া ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি, শাটল সার্ভিস চালু, রিকশা ব্যবস্থা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বহুল প্রত্যাশিত লাইভ ট্রাকিং অ্যাপ ‘আমাদের লাল বাস’র আদ্যোপান্ত দেখানো হয়। ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে অ্যাপের কার্যকারিতা যাচাই করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence