চাকসুর হল সংসদ নির্বাচন করছেন ডাকসু ভিপির ছোট ভাই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ। বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। তবে কোন পদে নির্বাচন করবেন, কিংবা আদৌ নির্বাচন করবেন কিনা, তা নিশ্চিত করছে সাংগঠনিক সিদ্ধান্তের ওপর।
আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। মনোনয়ন ক্রয়ের বিষয়টি নিশ্চিত আবু আয়াজ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সোহরাওয়ার্দী হল সংসদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম নিয়েছি। তবে নির্বাচন করব কিনা, সেটা সাংগঠনিক সিদ্ধান্ত।
শাখা ইসলামী ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সবগুলো হলে দলীয় নেতাকর্মীরা নির্বাচন করবেন। তবে আমাদের কোনো আনুষ্ঠানিক প্যানেল থাকবে না। আর এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা জানানো হবে।
আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। গত রবিবার মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। ২১ সেপ্টেম্বর প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।