১৬ হাজার শিক্ষার্থীর চাকসুর ভোটকেন্দ্রে আসা নিয়ে সংশয়
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী এবারের নির্বাচনে ভোটার ২৭ হাজার ৬৩৪ জন। এর মধ্যে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে শহরে থাকেন। ভোটের দিন এই বিপুল সংখ্যক শিক্ষার্থী ভোট দিতে আসবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে হল রয়েছে ১৫টি। এর মধ্যে ছেলেদের ১০ ও মেয়েদের জন্য পাঁচটি। ছেলেদের হলগুলোয় আসন প্রায় সাড়ে চার হাজার এবং মেয়েদের হলে প্রায় আড়াই হাজার। সে হিসেবে হলগুলোয় সাত হাজার শিক্ষার্থীর আবাসন। এছাড়া আশপাশে বিভিন্ন কটেজ ও বাসায় থাকেন আরও ৫ হাজার শিক্ষার্থী। বাকি শিক্ষার্থীরা থাকেন চট্টগ্রাম শহরে।
অনাবাসিক শিক্ষার্থীদের অনেকে মনে করেন, নগর থেকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভোট দেওয়া কষ্টসাধ্য। ক্যাম্পাসে গেলে পুরো দিন নষ্ট হয়ে যায়, তাছাড়া যাতায়াত খরচ ও ঝামেলা তো আছেই। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে আনার জন্য যা প্রয়োজন, তারা তার সবই করবেন। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় থেকে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হবে।
ডাকসু ও জাকসুর পর চাকসুতে নিরাপত্তার বিষয়ে জোর নজর দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘আমরা প্রয়োজনে সকল আইনশৃংখলা বাহিনীর সাথে যোগাযোগ করব। ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছি। যদি প্রয়োজন হয় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্যমূলক করতে যা যা প্রয়োজন আমরা তাই করছি।’
আরও পড়ুন: ডাকসু, জাকসুর প্রভাব কী চাকসু নির্বাচনে পড়বে, যা বলছেন ছাত্রনেতারা
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা খুবই আশাবাদী। চাকসু নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখেছি। আমরা শতভাগ স্বচ্ছতার সাথে নির্বাচন পরিচালনা করব। আপাতত কোনো ছাত্র সংগঠনও আমাদের বাঁধার সম্মুখীন করছে না। আমরা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় স্বচ্ছ চাকসু নির্বাচন উপহার দেব।’
এবারের নির্বাচনে স্নাতক ও স্নাতকোত্তরের ৩৪৮ জন ভোটার ও প্রার্থী হতে পারবেন। এর মধ্যে এমফিল ২২২ জন এবং পিএইচডি গবেষক রয়েছেন ১২৬ জন। আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া কিংবা নিতে আসতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মতো ওএমআর পদ্ধতিতেই ভোট দেবেন শিক্ষার্থীরা।
তফসিল অনুযায়ী, আজ মঙ্গলবার মনোনয়ন বিতরণের শেষ দিন। আগামীকাল শুধু মনোনয়ন ফরম জমা দিতে পারবেন প্রার্থীরা। পরে ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।