চাকসুতে প্রথম দিন মনোনয়নপত্র নিলেন ২৮ প্রার্থী, দুই প্যানেল ঘোষণা

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ PM
মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা

মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রথম দিনে মোট ২৮টি মনোনয়নপত্র ফরম বিক্রি হয়েছে। এদিকে ‌‌‘চাকসু ফর র‍্যাপিড চেঞ্জ’ ও ‘দ্রোহ পর্ষদ’ নামে দুটি প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেল দুটি ঘোষণা করেছে শাখা ছাত্র অধিকার পরিষদ ও শাখা ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের একাংশ।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিভিন্ন পদে মনোনয়ন নিয়েছেন ২৮ জন প্রার্থী। এর মধ্যে ২৬ জন কেন্দ্রীয় সংসদে আর ২ জন হল সংসদে।

নির্বাচন কমিশন থেকে জানা গেছে, কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র নেওয়া ২৬ জনের মধ্যে সহ-সভাপতি পদে সাতজন, সাধারণ সম্পাদক পদে একজন, সহ-সাধারণ সম্পাদক পদে একজন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে দুজন, সহ–খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে একজন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে একজন, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে একজন, দপ্তর সম্পাদক পদে একজন, ছাত্রীকল্যাণ সম্পাদক পদে একজন, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক একজন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন–বিষয়ক সম্পাদক একজন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে একজন, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে একজন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে একজন মনোনয়নপত্র নিয়েছেন।

জানতে চাইলে নির্বাচন কমিশনের সদস্যসচিব এ এস এম আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘আগামীকাল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে মনোনয়ন ফরম নিচ্ছেন। ক্যাম্পাসে এখন নির্বাচনী হাওয়া বইছে। আমরা শতভাগ স্বচ্ছতার সাথে নির্বাচন পরিচালনা করব। আপাতত কোনো ছাত্রসংগঠন আমাদের বাধার সম্মুখীন করছে না। আমরা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় স্বচ্ছ চাকসু নির্বাচন উপহার দেব।’

‘দ্রোহ পর্ষদ’ সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ও নাট্যকলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ঋজু লক্ষ্মী অবরোধ। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী ইয়াজ উদ্দিন।

আরও পড়ুন: শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে, শীঘ্রই কমিশন গঠন

জানতে চাইলে ইফাজ উদ্দিন বলেন, তাদের প্যানেলের নাম ‘দ্রোহ পর্ষদ’। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমন্বয়ে এই জোট প্যানেল গঠন করা হয়েছে। দ্রুতই তারা বাকিদের বিষয়ে জানাবে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা গণ অধিকার পরিষদ চাকসু নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। তাদের প্যানেলের নাম ‘চাকসু ফর র‍্যাপিড চেঞ্জ’। এতে সম্ভাব্য সহ-সভাপতি পদে লড়বেন শাখা গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তামজিদ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে লড়বেন সংগঠনের সদস্যসচিব ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রোমান রহমান।

জানতে চাইলে রোমান রহমান বলেন, ‘প্যানেল ঘোষণা করলেও সাংগঠনিকভাবে এখনো ছাত্রদল ও শিবিরের সাথে আলোচনা চলছে। তাঁরা যদি আমাদের প্রাপ্য দিতে রাজি থাকে আমরা সিদ্ধান্ত অনুযায়ী কোনো প্যানেলের সঙ্গে সমন্বয় করব। এ ছাড়া আমরা একক নির্বাচনের জন্য প্রস্তুত।’

তফসিল অনুযায়ী, ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।

 রাবির ‘সি’ ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
পুরো পৃথিবীতেই সরকার গণভোটের পক্ষ নেয়: শফিকুল আলম
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচি…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
কেন জোট হল না— যা বলছে ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9