ডাকসুর জন্য চার দিন ক্লাস-পরীক্ষা বন্ধ, কড়া সমালোচনা ঢাবি অধ্যাপকের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৫:৩৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:২২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে চার দিন সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাবি প্রশাসনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি কল্পনাও করতে পারি না যে একটি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচন হবে, আর তার জন্য প্রশাসন চার দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করবে।”
তিনি আরও উল্লেখ করেন, পৃথিবীর উন্নত ও সভ্য দেশে জাতীয় নির্বাচন হলেও সাধারণ মানুষ তেমনভাবে টেরই পায় না। অথচ একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে জাতীয় পর্যায়ে যে পরিস্থিতি তৈরি হয়, তা অনেক দেশের জাতীয় নির্বাচনের কাছাকাছিও নয়।
অধ্যাপক মামুন প্রশ্ন তোলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি কখনো বিশ্বমানের হবে না? বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেই তো দেশ চালায়। যদি বিশ্ববিদ্যালয়ই না থাকে, তবে দেশ চালানোর লোকও থাকবে না। আসলে এক্সক্যাটলি এটাই হয়েছে আমাদের—দেশ কেউ চালাচ্ছে না।”