প্রশ্ন আবিদের
প্রতি কেন্দ্রে ৮ ঘণ্টায় পড়বে ১২৮০ ভোট, সাড়ে ৪ হাজার কীভাবে দেবে?
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ১২:৫০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে ভোট প্রদান পদ্ধতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। তার মতে, একজন ভোটারকে একসঙ্গে ৪১টি ভোট দিতে হবে, আর প্রতিটি ভোট দিতে গড়ে ৮ থেকে ১০ মিনিট সময় লাগবে। ফলে স্বল্প সময়ে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ভোটাধিকার নিশ্চিত করা কঠিন হবে।
বুধবার (২৭ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আবিদুল ইসলাম খান বলেন, ডাকসু ও হল সংসদ মিলিয়ে একজন ভোটারকে ৪১টি ভোট দিতে হবে। প্রতিটি ভোটার এর এই ৪১টি ভোট দিতে ৮-১০ মিনিট সময় লাগবে। সেখানে ঘণ্টায় মাত্র ৮টা ভোট দেওয়া যাবে। যদি এখানে ২০টি কেন্দ্র হিসাব করা হয়, তাহলে প্রতি ঘণ্টায় ১৬০টা ভোট পড়বে। যদি ৮ ঘণ্টা হিসাব করা হয়, তাহলে সেখানে ১ হাজার ২৮০টি ভোট পড়বে। সবমিলিয়ে কোনো ভোটকেন্দ্রে সাড়ে চার হাজার ভোটারের নিচে নেই।
আরও পড়ুন: প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জে আহত ৬
ভিপি পদে ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ভোট প্রদান প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভীতি ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এত অল্প সময়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী কীভাবে ভোট প্রদান করবেন, তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করা হলে তিনি পর্যাপ্ত ভোটকেন্দ্র স্থাপনের আশ্বাস দিয়েছেন বলে জানান আবিদুল ইসলাম।
এ ছাড়া তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে টিএসসিতে এক প্রার্থী গতকাল আলোকসজ্জা ও কনসার্টের আয়োজন করেন এবং পরে ইশতেহার ঘোষণা দেন, যা পুরোপুরি নিয়মবিরোধী।