ডাকসুতে নারী প্রার্থীদের সুরক্ষায় ‘সাইবার সিকিউরিটি সেল’ গঠনের দাবি

২৫ আগস্ট ২০২৫, ১১:৪১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
ডাকসু ভবন ও ঢাবি লোগো

ডাকসু ভবন ও ঢাবি লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে সাইবার জগতে নারী প্রার্থীদের সুরক্ষায় ‘সাইবার সিকিউরিটি সেল’ গঠনের দাবি জানিয়েছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল। রোববার (২৪ আগস্ট) তারা আট দাবি সংবলিত স্মারকলিপি জমা দেয় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। অনুষ্ঠানে প্যানেলের জিএস পদপ্রার্থী আল সাদী ভূইয়াসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্যানেলের দাবির মধ্যে রয়েছে
ভোটকেন্দ্র স্থানান্তর: হলের কাছাকাছি ভোটকেন্দ্র হওয়া উচিত। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা হলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব নির্ধারিত হয়েছে। এর পরিবর্তে ভোট কেন্দ্র সমাজকল্যাণ গবেষণা ইন্সটিটিউটে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে। শামসুন্নাহার হলের ভোটকেন্দ্র পরমাণু শক্তি কেন্দ্রে, মাস্টারদা সূর্যসেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কবি জসীমউদ্দিন হলের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব বা ব্যবসায় শিক্ষা অনুষদে, এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক ও সলিমুল্লাহ মুসলিম হলের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে স্থানান্তরের দাবি করা হয়েছে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে চার শিক্ষার্থীর রিট: ডাকসুর ভোটার তালিকা নিয়ে নতুন সিদ্ধান্ত ঢাবির

নিরাপত্তা জোরদার
নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্ত করতে হবে, বিশেষ করে মূল ক্যাম্পাসের বাইরে থাকা ভোটকেন্দ্রগুলোতে। পাশাপাশি ব্যালট বক্সের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচনের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হোক। নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করতে হবে।

অনাবাসী শিক্ষার্থীদের ভোট সুবিধা
অনাবাসী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হল বা আবাসিক সুবিধা ব্যবহার করেন না, তাদের জন্য ভোট দেওয়ার প্রক্রিয়া সহজ এবং সুষ্ঠু করতে হবে। এর আওতায় তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড ব্যবহার করে ভোট দিতে পারবে।

সাইবার নিরাপত্তা
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাইবার বুলিং ও নারী প্রার্থীদের প্রতি অশোভন বা নারীবিদ্বেষী আচরণ মোকাবেলায় ডিএমপির সাইবার ইউনিটের সঙ্গে যোগাযোগ করে ‘সাইবার সিকিউরিটি সেল’ গঠন করা হোক। নির্বাচনি প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন রোধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের দিন বুথগুলোতে পর্যাপ্ত খাবার, পানি, স্যানিটেশন এবং মেডিকেল টিমের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্যানেল নেতারা বলেন, ‘রী শিক্ষার্থী ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়ে তোলা আমাদের প্রাথমিক দাবি।’

মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বাস্থ্য কর্মকর্তা ও এনসিপি নেতার পাল্টাপাল্টি ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখুন …
  • ১৭ জানুয়ারি ২০২৬
৭ কলেজ সমস্যা সমাধানে আমার প্রস্তাব
  • ১৭ জানুয়ারি ২০২৬
ধামরাইয়ে বেড়াতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাতের অন্ধকারে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার আয়োজন, অতপর..
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9