রাকসুর মনোনয়নপত্র স্থগিতের কারণ জানালেন নির্বাচন কমিশনার
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০১:০৩ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৮:১০ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচন আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে বুধবার (২০ আগস্ট) সকাল থেকে মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও একদিন আগে অনিবার্য কারণে তা বন্ধের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। হঠাৎ রাকসু কমিশনের এ সিদ্ধান্তে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির, সাবেক সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১২টায় অনিবার্য কারণবশত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ থাকার ঘোষণা দেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন।
তবে একদিন আগে হঠাৎ কেন মনোনয়নপত্র বিতরণ বন্ধের ঘোষণা দিলো কর্তৃপক্ষ এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে।
এর উত্তর খুঁজতে কথা হয় রাকসুর দুইজন নির্বাচন কমিশনারের সাথে।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন বলেন, আমরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছি। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ধর্মঘটের কারণে গতকাল প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। এ কারণে আবাসিক হলে মনোনয়নপত্র পৌঁছে দিতে পারিনি। তাই আজ সকালে মনোনয়নপত্র দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। খুব দ্রুত আমরা নতুন তারিখ ঘোষণা করব।
বাহ্যিক কোনো চাপ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, না, না, না। একদমই না। শুধু ছুটি থাকার কারণেই এমনটা হয়েছে।
আরেক নির্বাচন কমিশনার ও আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান বলেন, গতকালের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ও আজ ছুটি থাকায় একটু সমস্যা হয়েছে। আজ আমাদের মিটিং আছে। মিটিংয়ে সিদ্ধান্ত হবে পরবর্তী তারিখ কবে দেওয়া হবে। বাহ্যিক কোনো চাপ নেই।
উল্লেখ্য, গতকাল ১৯ আগস্ট রাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও প্রকাশ হয়নি এবং আজকে ২০ আগস্ট থেকে মনোনয়ন বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎ রাতে ১২টায় অনিবার্য কারণবশত আজকে মনোনয়নপত্র বিতরন কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি দেয় রাকসু'র প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন।