ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রথম এক ঘণ্টায় মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী।
বুধবার (২০ আগস্ট) সকাল থেকে ১১ টার মধ্যে ডাকসু নির্বাচন কমিশনারের কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেন তারা।
মনোনয়নপত্র জমা দিতে আসা শিবিরের প্যানেলের সদস্য পদে অংশগ্রহণকারী ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না বলেন, পুরো ক্যাম্পাসে নারীদের প্রতিনিধি হিসেবে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, নারীদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে ক্যাম্পাসে। এসব সমাধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এখন স্যোশাল মিডিয়াতে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে আমাদের নিয়ে। এটাই আমাদের জন্য প্রধান প্রতিবন্ধকতা।