কখন হবে ডাকসু প্যানেল, তারেক রহমানের দিকে তাকিয়ে ছাত্রদল

২০ আগস্ট ২০২৫, ১২:৩৯ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৭:২১ PM
তারেক রহমান

তারেক রহমান © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রায় সব ছাত্র সংগঠন তাদের পূর্ণাঙ্গ বা আংশিক প্যানেল ঘোষণা করলেও এখনো চূড়ান্ত প্যানেল প্রকাশ করেনি ছাত্রদল। জানা গেছে, সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও প্রার্থিতা নিয়ে সবাই অপেক্ষায় আছেন দলটির সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

মঙ্গলবার (১৯ আগস্ট) মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। আগামীকাল শেষ হবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা। এর মধ্যেই ডাকসু ও হল সংসদের প্রার্থিতা চূড়ান্ত করতে হবে ছাত্রদলকে।

ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে সম্ভাব্য প্রার্থী আবিদুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, বুধবার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে। একই দিন মনোনয়ন ফরম জমা দেওয়ারও শেষ সময়সীমা। ফলে ওইদিনই চূড়ান্ত হবে কোন কোন পদে ছাত্রদলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

এদিকে, ছাত্রদলের প্যানেল থেকে ভিপি, জিএস ও এজিএস পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সংগঠনটির ঢাবি শাখার বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। ছাত্রদলের ঢাবি ও কেন্দ্রীয় সংসদের কয়েকজন নেতার সঙ্গে কথা বললে তারা জানান, ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস প্রার্থী হিসেবে কবি জসীম উদ্দিন হল ছাত্রদলের আহবায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শেখ তানভীর বারি হামীমের মনোনীত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আলোচনা চলছে। 

এছাড়া, এজিএস প্রার্থী হিসেবে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহবায়ক তানভীর আল হাদী মায়েদের সম্ভাবনা থাকলেও তার আবাসিক হল সংসদের ভিপি হিসেবেই নির্বাচন করার আগ্রহের কথা শোনা গেছে। এ পদে অন্য কাউকে বিবেচনা করা হতে পারে। শিক্ষার্থীদের জন্য নোটবুক ও স্টেশনারি

এর বাইরে, শীর্ষ এ তিন পদে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আয়াজ মোহাম্মদ ইমন ও বিএম কাওসার, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী উদ্দিন তামি, ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ সাইফ এবং মাস্টার দা সূর্য সেন হল ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশুসহ বেশ কয়েকজন নেতার বিষয়ে সংগঠনটির অভ্যন্তরে আলোচনা হচ্ছে। 

প্রসঙ্গত, ডাকসু ও ১৮টি হলের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম আজ (১৯ আগস্ট) সংগ্রহ করা যাবে। এছাড়া জমাদান করা যাবে বুধবার (২০ আগস্ট) পর্যন্ত। সোমবার (১৮ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।

‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বিএনপির আহ্বায়ককে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9