জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৫:২৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় শেষ হয়েছে এই নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময়। এ সময়ের মধ্যে ছাত্রদলের মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করলেও প্যানেল ঘোষণা দিতে পারেনি।
এই নির্বাচনে নিজেদের অবস্থান ও প্যানেল ঘোষণা নিয়ে আজ সন্ধ্যা ৬টায় একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এটি অনুষ্ঠিত হবে বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে এই জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।