প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উদ্‌যাপন করতে যাচ্ছে রাবি আইন বিভাগ, চলছে রেজিস্ট্রেশন

১৩ আগস্ট ২০২৫, ১০:২৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM
রেজিস্ট্রেশন চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত

রেজিস্ট্রেশন চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত © টিডিসি

আগামী ২৫ অক্টোবর ‘প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উদ্‌যাপন’ করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগ। বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুকদের জন্য ইতোমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত।

আয়োজকরা জানান, রাবি আইন বিভাগ থেকে এলএলবি (পাস) [১৯৫৩ থেকে ১৯৭০], ব্যাচেলর অব জুরিসপ্রুডেন্স/ মাস্টার্স অব জুরিসপ্রুডেন্স (নিয়মিত), এলএলবি (স্নাতক) ও স্নাতকোত্তর (নিয়মিত), এমফিল ও পিএইচডি সম্পন্নকারী প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন ফি ২ হাজার ৪০ টাকা। একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ ৪ জন অতিথি সঙ্গে আনতে পারবেন। অতিথি হিসেবে অংশগ্রহণকারীরা তাঁদের স্বামী/স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে আসতে পারবেন। এ ছাড়া তাদের গাড়ি চালক ও বডিগার্ডকেও অতিথি হিসেবে সঙ্গে নিয়ে আসতে পারবেন। অংশগ্রহণকারীদের প্রত্যেক অতিথির জন্য রেজিস্ট্রেশনের সময় ১ হাজার ২০ টাকা করে ফি হিসেবে জমা দিতে হবে।

রাবি আইন বিভাগের ওয়েবসাইট (rulawbd.com) থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন ফি বিকাশের মাধ্যমে প্রদান করতে হবে। সংশ্লিষ্ট নিয়মাবলি বিভাগের ওয়েবসাইটে সরবরাহ করা রয়েছে। এরপরও যেকোনো বিষয়ে জানতে আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকা (0 1718-766531), আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবু নাসের মো. ওয়াহিদ (01721-779779), আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাঈদা আঞ্জু (0 1715 435393), রুলসা খসড়া গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুর রহিম মিয়া (0 1712-503117) এবং অনুষ্ঠানের রেজিস্ট্রেশন উপকমিটির সমন্বয়ক অধ্যাপক ড. জুলফিকার আহমেদ (01712-534626) এর সঙ্গে যোগাযোগ করা যাবে।

অনুষ্ঠানের বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাঈদা আঞ্জু বলেন, ‘সাত দশকের বেশি সময় ধরে দেশের আইন শিক্ষায় অবদান রেখে চলা আইন বিভাগের গৌরবময় যাত্রাকে সম্মান জানিয়ে আয়োজন করা হচ্ছে এই বৃহৎ পুনর্মিলনী। এখানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা একই পরিসরে অতীতের স্মৃতিকে নতুন করে স্মরণ ও উদ্‌যাপন করতে মিলিত হবেন। এই মিলনমেলায় সংশ্লিষ্ট সবার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উৎসাহব্যঞ্জক হবে।’

‘গৌরবের ৭২ বছর পুনর্মিলনী উদ্‌যাপন’ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দীকা বলেন, ‘৭২ বছরের অর্জনে আলোকিত আইন বিভাগের আনন্দঘন এ সম্মেলন কেবল একটি আনুষ্ঠানিক আয়োজনই নয়, বরং সময়ের ধারায় এক স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হবে। বিভাগের সুদীর্ঘ পথচলায় প্রাক্তনদের অবিচ্ছিন্ন সম্পৃক্ততার প্রতি সম্মান জানিয়ে আমরা এ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলার জন্য সংশ্লিষ্ট সবার সশ্রদ্ধ এবং সক্রিয় উপস্থিতি একান্তভাবে প্রত্যাশা করি।’

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ‘ক্ষমতা’ দেখানোর প্রতিযোগিতায় নে…
  • ১৭ জানুয়ারি ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীর প্রতিষ্ঠান ‘আইসিটি বাংলা ডটকম’ প…
  • ১৭ জানুয়ারি ২০২৬
বেরোবি কেন্দ্রে মোবাইল ও পকেট রাউটারসহ পরীক্ষার্থী আটক
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২
  • ১৭ জানুয়ারি ২০২৬
শেষ মুহূর্তে সমঝোতা ভেঙে গেল কেন, কারণ জানালেন ইসলামী আন্দো…
  • ১৭ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9