‘নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৪:৪৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান: সামাজিক দায়বদ্ধতা ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ‘নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।’
রবিবার (২৭ জুলাই) ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সেমিনারে ড. বিদিশা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে সমাজের সকল স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, তবে শিক্ষার্থীরা ছিলেন এই আন্দোলনের প্রথম সারিতে। ভবিষ্যতেও তারা বৈষম্য, অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে দৃঢ় ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও শিক্ষার্থীদের সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
আরও পড়ুন: বাংলাদেশি পণ্যের শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে প্রতিনিধি দল
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক তাহমিনা আখতার এবং অধ্যাপক ড. তানিয়া রহমান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. শেখ তৌহীদুল ইসলাম।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে বলেন, এই আন্দোলন তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি করেছে।